বার্সেলোনায় বিয়ানীবাজার সরকারী কলেজের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা ও নৈশভোজ

- আপডেট সময় : ০২:৪৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৮১০ বার পড়া হয়েছে
স্পেনের বার্সেলোনায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারী কলেজের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা ও নৈশভোজের আয়োজন করা হয় স্হানীয় একটি রেষ্টুরেন্টে। যুক্তরাজ্য থেকে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরে আলম রব্বানী বার্সেলোনায় বেড়াতে আসায় বার্সেলোনায় বসবাসরত বিয়ানীবাজার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এই মিলনমেলার আয়োজন করে । প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে উপস্হিত গিয়াস উদ্দিন,জসিম উদ্দিন,ইকবাল বকসি,আব্দুল আলিম,আব্দুল জব্বার খচরু,রেদওয়ান আহমেদ,জামান আলী,আবুল কালাম,ইমন আহমদ সহ আরো অনেকে । মিলন মেলায় অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, ইংল্যান্ড থেকে আগত গ্রেটার সিলেট কাউন্সিল নর্থ রিজিওন এর সভাপতি ফয়জুল ইসলাম, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক কলন্দর তালুকদার,শফিউল আলম শফি,আযমান আলী,তুতিউর রহমান,খালেদুর রহমান ।
প্রাক্তণ শিক্ষার্থীদের আলোচনায় , কলেজ জীবনের পারস্পরিক সম্পর্কের বন্ধনগুলো আজীবন সূদৃঢ় রাখতেই এ আয়োজন। বহুদিন পর সিনিয়র,জুনিয়রদের সাথে আড্ডায় মেতে উঠে স্মৃতিচারণ এক আনন্দঘন পরিবেশে সবাই আবেগ্লাপুত ও উচ্ছস্বিত প্রকাশ করেছে।