ইসলামী শিল্পী গোষ্ঠী বার্সেলোনার সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৫:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ৩৫৮ বার পড়া হয়েছে
বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে কমিউনিটিতে বিভ্রান্তি নিরশনের লক্ষ্যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মসজিদ কর্তৃপক্ষ। ২রা জানুয়ারী আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বার্সেলোনা ইসলামী শিল্পী গোষ্ঠীর পরিচালক মাসুম আহমেদ উল্লেখ করেন, ডিসেম্বরের ২৫ তারিখ অনুষ্ঠিত হওয়া তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের নাট্যাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ায় কমিউনিটিতে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি তার বক্তব্যে সকলকে পুরো ভিডিওচিত্রটি দেখে বিবেচনার আহবান জানান এবং পাশাপাশি পুরো ভিডিওটি দেখে যদি কোন ধরনের ত্রুটি পরিলক্ষিত হয় তারজন্য দুঃখ প্রকাশ করেন। বক্তব্যে ভবিষ্যতে আরোও সুচারু ভাবে এধরণের অনুষ্ঠান আয়োজনে সকলের সহযোগিতাও কামনা করেন।
এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ ছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, শহিদ আহমেদ, নজরুল ইসলাম চৌধুরী, মুকিত খান, রুহুল আমীন, কাওসার হাসান, সোহেল গাজী প্রমুখ।
উল্লেখ্য, ২৫শে ডিসেম্বর বার্সেলোনার কেন্দ্রীয় জামে মসজিদে বার্সেলোনা ইসলামী শিল্পী গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট এ সাংস্কৃতিক অনুষ্ঠানে পর্যায়ক্রমে ইসলামী একক সংগীত, যৌথ সঙ্গীত, হামদ, নাথ এবং নাটিকা পরিবেশন করা হয়।