সংবাদ শিরোনাম ::
মুক্তির মেয়াদ বাড়ছে খালেদা জিয়ার

জনপ্রিয় অনলাইন
- আপডেট সময় : ০১:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৩০৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ শর্তযুক্ত আরও ছয় মাস বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ ছয় মাস শেষ হয়ে যাবে। তাকে আগের মতো আবারও ছয় মাস শর্তযুক্ত কারাদণ্ড স্থগিত রেখে মুক্তি দেওয়া হবে। তবে বিদেশে তার চিকিৎসা নেওয়ার সুযোগ নেই। খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না এই দুই শর্তে চলতি বছরের ২৬ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৭ম বারের মতো আরও ছয় মাস বাড়ানো হয়। যা শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর।