আফগানিস্তান থেকে স্পেন হয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

- আপডেট সময় : ০২:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ৭৫৫ বার পড়া হয়েছে
আফগানিস্তান থেকে উদ্ধারের পর স্পেনে আশ্রয় পাওয়া ছয় বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পেনে বাংলাদেশ দূতাবাস জানায়, গতকাল মঙ্গলবার ছয় ব্যক্তিকে নিয়ে স্পেনের মালাগা বিমানবন্দর থেকে একটি ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়।
এই ছয় ব্যক্তিকে আফগানিস্তান থেকে উদ্ধারের পর প্রথমে ২৮ আগস্ট সৌদি আরবের রিয়াদে নেওয়া হয়। দুদিন পর মার্কিন সামরিক বিমানে তাদের স্পেনের রোটা সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে ওই সামরিক ঘাঁটিতে অস্থায়ীভাবে অবস্থান করছিলেন এই বাংলাদেশিরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশিদের দ্রুত দেশে পাঠাতে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মার্কিন দূতাবাস ও মার্কিন সামরিক কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ করতে হয়। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের ব্যবস্থাপনায় তাদেরকে দেশে আনা হয়।