অর্থবছরের প্রথম মাসেই কমলো রেমিট্যান্স

- আপডেট সময় : ০৮:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১ ৩২৩ বার পড়া হয়েছে
করোনাকালে ধারাবাহিকভাবেই বাড়ছিল প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর পরিমাণ। এমনকি পূর্ববর্তী মাসের চেয়ে পরবর্তী মাসগুলোতে রেমিট্যান্স পাঠানোয় রেকর্ড হচ্ছিল। তবে নতুন অর্থবছরের (২০২১-২২) প্রথম মাসেই (জুলাই) সেই ধারাবাহিকায় ছেঁদ পড়লো। অর্থাৎ দীর্ঘ দিন পর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় জুলাইয়ে রেমিট্যান্স কমেছে ৩৯ শতাংশ।
আজ সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, প্রবাসীরা গেল মাসে ১৮৭ কোটি ১৫ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। গত (২০২০-২১) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পাঠিয়েছিলেন ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে দেশে পাঠিয়েছেন ১৯৪ কোটি ৮১ লাখ ডলার। এ ছাড়া মে মাসে ২১৭ কোটি ডলার, এপ্রিলে ২০৬ কোটি ৬৪ লাখ ডলার, মার্চে ১৯১ কোটি ৯৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ৬০ লাখ ডলার এবং জানুয়ারি মাসে ১৯৬ কোটি ৯১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলছেন, এবারো ঈদুল আজহার আগে অতীতের মতো রেমিট্যান্সের ঊর্ধ্বগতি ছিল। কিন্তু ঈদের পরে এসে সেটা একটু কমে গেছে। তবে আশা করছি, আবারো রেমিট্যান্স প্রবাহ আগের ধারায় ফিরবে।