হবিগঞ্জে অপহরণের অভিযোগে গ্রেফতার ১

- আপডেট সময় : ০৫:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১ ৮২৪ বার পড়া হয়েছে
অপহরণের অভিযোগে তন্বী আক্তার (১৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। হবিগঞ্জের বানিয়াচং থেকে রিতু আক্তার (১৩) নামে এক কিশোরীকে অপহরণ করে নারায়ণগঞ্জে নিয়ে যায় সে। র্যাবের তৎপরতায় ভিকটিমকে উদ্ধার ও তন্বীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় র্যাব-৯-এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তন্নী আক্তার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মিয়াখানী গ্রামের শামীম মিয়ার স্ত্রী।
র্যাব জানায়, বানিয়াচং উপজেলার ত্রিকরমহল্লা গ্রামের রিতু আক্তার (১৩) নামে কিশোরীকে তন্বী অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় রিতুর বাবা বাদী হয়ে সোমবার (৭ জুন) বানিয়াচং থানায় মামলা করেন। মামলার পর মেজর সৌরভ মো. অসীম শাতিল ও সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯-এর একটি দল অভিযান চালায়। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার উত্তর মাসাবোর মো. আমিনুল ইসলাম ভূঁইয়ার বাড়ি থেকে তন্নীকে গ্রেফতার ও ভিকটিম রিতুকে উদ্ধার করে র্যাব। পরে গ্রেফতার অপহরণকারী তন্বী ও উদ্ধার কিশোরী রিতুকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়।