সংবাদ শিরোনাম ::
সৌদি আরবের জিজানে বাংলাদেশি খুন

জনপ্রিয় অনলাইন
- আপডেট সময় : ০৬:০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১ ১০৭২ বার পড়া হয়েছে
সৌদি আরবের জিজান প্রদেশে ইখতিয়ার উদ্দিন স্বপন (৪০) নামে এক বাংলাদেশি খুন হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার স্থানীয় সময় দুপুরে দুর্বৃত্তরা স্বপনের ঘরে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে যায়। লাশ উদ্ধারের সময় গলায় ওড়না পেঁচনো অবস্থায় তাকে পেয়েছে পুলিশ।
নিহত স্বপন হবিগঞ্জের মাধবপুর উপজেলার অলিপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। গতকাল মঙ্গলবার তার পরিবারকে এ খবর জানিয়েছে প্রবাসীরা।
জানা গেছে, দেড় যুগ আগে সৌদি আরব আসেন স্বপন। তিনি একটি গ্যারেজ পরিচালনা করতেন। নিহতের মামা মোহন মিয়া এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তি দাবি করেছেন।
পুলিশ স্বপনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রেখেছে।