সৌদির হাইল প্রদেশে কনস্যুলার সেবা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস

- আপডেট সময় : ০৪:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১ ৯২৩ বার পড়া হয়েছে
রিয়াদ থেকে প্রায় ৬শ কিলোমিটার দূরে শহরের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।
[৩] অভিবাসীদের ইকামার মেয়াদ বাড়ানোর জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হয়।
[৪] দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনি সহায়তা দেওয়া হয়। অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয়।
[৫] দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে একাউন্ট খোলা ও ওয়েজ আর্নার্স বন্ড করার সেবা দেওয়া হয়।
[৬] হাইল প্রদেশে সহস্রাধিক বাংলাদেশী বসবাস করে। বাংলাদেশি চিকিৎসক ও হাইল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী কয়েকজন অধ্যাপক কর্মরত রয়েছেন।
[৭] প্রবাসী বাংলাদেশীরা ব্যবসা, কৃষি কাজ, পোলট্রি ফার্মসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।
[৮] স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন-কানুন ও করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
[৯] হাইলে অভিবাসীদের জরুরি বিভিন্ন সেবা দেওয়ার জন্য একটি প্রবাসী সেবা কেন্দ্র ও কাজ করছে। সেবা কেন্দ্র থেকে প্রবাসীরা সপ্তাহের যেকোনো দিন সকাল থেকে রাত পর্যন্ত সেবা গ্রহণ করতে পারেন।