রামপাশা ইউনিয়নে নির্বাচনী সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ৮২৬ বার পড়া হয়েছে
বিশ্বনাথ উপজেলা ৪নাম্বার রামপাশা ইউনিয়ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার ইউনিয়নের নতুন বাজার প্রাঙ্গনে এ জনসভার আয়োজন করা হয় । নির্বাচনী জনসভায় এলাকার উন্নয়ন কাজ করার অঙ্গীকার নিয়ে জনসম্মুখে চেয়ারম্যান স্বতন্ত্র পদপ্রার্থী বশির আহমেদ বলেন আমি যদি রামপাশা ইউনিয়নে নির্বাচিত হই তাহলে কর্মসৃজন কর্মসংস্থান প্রকল্পসহ সংস্কার উন্নয়ন অর্থ্যাৎ সকল রাস্তাঘাট পাকাকরণ, শিক্ষার মানোন্নয়ন, প্রতিযোগীতামূলক খেলাধুলার চর্চা,বাল্য বিবাহ বন্ধসহ নারী জাগরণে উদ্যোক্তা সৃষ্টি,বেকারদের কর্মসংস্থান, দূর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, শতভাগ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা বিতরণ, ধর্মীয় ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং বাঘাব ইউনিয়নকে সৌহার্দ্য-সম্প্রীতির উন্নত, আধুনিক দৃশ্যমান ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়েই আমি সফল হতে পারবো মনে করি । আগামী ১৭ই জুলাই চশমা মার্কায় আপনার মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করছি । তিনি আরো বলেন , ৪ নং ইউনিয়ন পরিষদের বেকারত্ব দূর করা, একার পক্ষে দুর করা সম্ভব নয় সকলের সহযোগিতা পেলে তাহা দুর করা সম্ভব ।
নির্বাচনী সভায় এলাকার রামপাশা ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিত্বরা সহ এলাকার শীর্ষস্হানীয় মুরব্বী ও যুবকরা উপস্হিত ছিলেন ।