মাদ্রিদে হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৩৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ৪১৭ বার পড়া হয়েছে
ইতিহাস ঐতিহ্য ও সুফি সাধকের পুণ্যভূমী হবিগঞ্জ। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে রাজধানী মাদ্রিদের বাঙ্গালি অধ্যুষিত লাভাপিয়েসের বাংলা টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ সভা।সংগঠনের সভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মিয়া’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সায়েদ মিয়া। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আবিদুর রহমান জসিম। সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির।এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহাদাৎ আলী ,ইসলাম উদ্দিন ,সিনিয়র সহ সভাপতি আলি হোসেন চৌধুরী, সহ সভাপতি আব্দুল হামিদ, ইমরান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আমিন ,যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল রানা, ধর্ম সম্পাদক আনাস চৌধুরী, সদস্য হামিদুর রাহমান প্রমুখ। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক খিজির আহমদ ,সদস্য মুহিবুর রাহমান,নুর আহমেদ,ফখরুল আহমেদ,রাজু আহমেদ,সুজন আদনান,সাইদুল ইছলাম,হাবিবুর রাহমান,সাইফুর রহমান, মিন্টু আহমেদ ,তৈয়বুর রহমান, ক্বারী জামাল আহমদ, স্বপন আহমেদ , লিটন আহমদ , মিজানুর রহমান , রেদোয়ান আহমদ প্রমুখ। সভায় সংগঠনের দায়িত্বশীলরা বলেন মাদ্রিদের নবাগত হবিগঞ্জ জেলার যাদের পাদরামেন্ত(ঘরের ঠিকানা) প্রয়োজন তাদের পাদরামেন্ত দিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রধান করেন এছাড়া যেকোনো সমস্যা ও হবিগঞ্জ বাসীর কল্যাণে সংগঠনের দায়িত্বশীলবৃন্দ কাজ করার দৃঢ় প্রত্যোয় ব্যাক্ত করেন।
সভায় সকলের সর্বসম্মতিতে বর্তমান কমিটির মেয়াদ বর্ধিত করে সংঠনের আগামী অনুষ্ঠানগুলোকে সামনে রেখে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়। সংগঠনের সভাপতি আব্বাস উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আগামী ২৪ শে ডিসেম্বর মাদ্রিদে হবিগঞ্জবাসীর বাৎসরিক মিলন মেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।