মহিলা সমিতি বার্সেলোনার পহেলা বৈশাখ উদযাপন

- আপডেট সময় : ১০:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৪৪৬ বার পড়া হয়েছে
স্পেনের বার্সেলোনায় বাংলাদেশী নারীদের সংগঠন মহিলা সমিতি বার্সেলোনা পহেলা বৈশাখ উদযাপন করেছে । স্হানীয় কাইয়ে কালাবরিয়ার সেন্ট্রো সিভিক হল রুমে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে মহিলা সমিতির সভাপতি মেহেতা হক জানু স্হানীয় বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও বিদেশী অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগতদের স্বাগত জানান । অনুষ্ঠানের ২য় পর্বে সাঈদ মিশু ও নাহিদা আফরিন মৌসুমী মৃথার সঞ্ঝালনায় নৃত্য পরিবেশন করেন ওয়াফিয়া ও আসিয়া । গান পরিবেশন করেন দিবা,রাজু গাজী,অমি,বাদ্যযন্ত্রে ছিলেন রেহন। বাংলা নববর্ষ উপভোগ করতে অনুষ্ঠানে যোগ দেন আযোজন সংগঠনের নেতৃবৃন্দ সহ বার্সেলোনা,শান্তাকলমার বাংলাদেশী কমিউনিটির নারী, পুরুষ,শিশু সহ স্থানীয় স্পানিশরা। এবার ঈদুল ফিতরের পরপরই পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
আয়োজকরা দুই উৎসব একসঙ্গে উদযাপন করতে পেরে আনন্দিত। তারা বলেন, পহেলা বৈশাখ উদযাপন করা মানে শুধু উৎসবে মেতে ওঠা নয়, বাঙালির বর্ষবরণ সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেওয়াও এর উদ্দেশ্য।