বার্সেলোনায় সিরাতে মুস্তাক্বীম এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:২৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ৫০৬ বার পড়া হয়েছে
সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনার উদ্যোগে দারুল আমাল জামে মসজিদে বার্সেলোনা প্রবাসী বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম এর জীবন শীর্ষক আলোচনা ও রূহের মাগফিরাত কামনায় খতমে ইয়াসিন ও দুআ মাহফিল অনুষ্টিত হয়েছে । সংগঠনের মাওলানা ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও মাওলানা আজিমুল ইসলাম সেলিমের পরিচালনায় উক্ত মাহফিলে মরহুম মাওলানা নুরুল ইসলাম সাহেবের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি, হাফিজ মাওলানা শরফ উদ্দিন আজাদ, হাফিজ মাওলানা আবিদুর রাহমান, কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন, মাষ্টার নজমুল ইসলাম, আব্দুল কাদির, রাজু আহমদ, মাসউদ আহমদ সহ আরো অনেকে। মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার এবং বিশ্বে নির্যাতিত মুসলিমদের শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা ইলিয়াস আহমদ ।
উল্লেখ্য মাওলানা মো নুরুল ইসলাম গত ৩রা নভেম্বর রোজ শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের সময় বার্সেলোনা হসপিতাল দেল মারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক থানার নরসিংহপুর গ্রামে । তিনি জীবনদ্দশায় দেশে ও প্রবাসে একাধিক প্রতিষ্ঠান সহ বার্সেলোনা লতিফিয়া ফুলতলি জামে মসজিদে ইমামতী ও শিক্ষকতা করেছেন ।