ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বার্সেলোনায় সম্মিলিত বাংলাদেশি কমিউনিটির ব্যানারে মাতৃভাষা দিবস পালন হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা বার্সেলোনায় বাংলা স্কুলের উদ্যোগে বিজয় দিবস ও পিঠা মেলার আয়োজন মাদ্রিদে স্পেন বাংলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত স্পেন বাংলা প্রেসক্লাবের সাথে নর্থ ইংল্যান্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় বার্সেলোনায় সিক্স এ সাইড ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বার্সেলোনায় বিয়ানীবাজার সরকারী কলেজের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা ও নৈশভোজ বার্সেলোনায় ব্যপক আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবীতে স্পেনে প্রতিবাদ সভা কাতালোনিয়া বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বার্সেলোনায় বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন আয়োজিত ওপেন কনসার্ট

জনপ্রিয় অনলাইন
  • আপডেট সময় : ০৮:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ৬১৮ বার পড়া হয়েছে

স্পেনের বার্সেলোনায় স্থানীয় বাঙালি যুব সংগঠন ‘বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন’ আয়োজিত ওপেন কনসার্টে  বাংলা গানে নাচে মেতে উঠলেন প্রবাসী বাংলাদেশিরা।  ১৬ সেপ্টম্বর, শনিবার সান আন্থনী চত্বরে আয়োজিত এ কনসার্টে বার্সেলোনা ও আশেপাশের প্রবাসীরা নিজেদের পরিবার-পরিজন নিয়ে যোগ দেন। স্থানীয় সময় বিকেল ৬টায় আয়োজক সংগঠন ‘বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন’ এর সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। মিরন নাজমুলের প্রাণবন্ত উপস্থাপনায় এ পর্বে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কনস্যুলার রামন পেদ্রো বেরনাউস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বার্সেলোনা সিটি করপোরেশনের ধর্ম, সাংস্কৃতিক এবং নাগরিক সম্পর্ক বিভাগের কমিশনার সারা বেলবেইদা,বার্সেলোনা মিউনিসিপ্যাল ​​কাউন্সিলর আলবার্ট সালমেরন, সিটি কর্পোরেশনের নুরিয়া সেররা, এভা বারো, এসতের মিরাইয়েস, কাতালান রাজনৈতিক দল ইআরসির সাবেক সিনেটর রবার্ট মাসি নাহার।

বক্তব্য দেন ‘বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন’ এর সভাপতি নূরে আমিন টোকন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান। আয়োজক সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, ফয়সল আহমেদ, জামিল হোসেন, মামুন মোল্লা, সুমন দেওয়ান, হিমেল আহমেদ, রাফিকুল হক, সোহেল সামাদ প্রমূখ।

মাসুদা পারভিন মুন্নি এবং রুমাইশা সুলতানা শাওন এর যৌথ উপস্থাপনায় কনসার্টে গান পরিবেশন করেন প্রীতম আহমেদ, শ্রাবণী বড়ুয়া, মর্তুজা মুন্না, মানসিব, ওমি রহমান, মঞ্জু স্বপন, রাজু গাজী, আহনা দিবা, বর্ষা মজুমদার, ফয়সল আহমেদ ও  নজরুল ইসলাম। তাদের মন মাতানো গান উপভোগ করেন উপস্থিত প্রবাসীরা।

ওপেন কনসার্ট ঘিরে সান আন্থনী চত্বরে ফুচকা, ঝালমুড়ি, চানাচুর, ফুচকা, চটপটি, বিরিয়ানি, আচার, পান সুপারিসহ নানা খাবারের সমাহার নিয়ে কয়েকটি স্টল পসরা সাজিয়েছিল, যা দর্শনার্থীদের আগ্রহের সৃষ্টি করে।  এ কনসার্টে হাজারো বাঙালির উপস্থিতিতে বার্সেলোনার সান আন্তনি খোলা ময়দান পরিণত হয় বাঙালিদের মিলনমেলায়।

কনসার্টের অন্যতম আয়োজক এবং ইয়াং ফেডারেশনের সভাপতি নূরে আমিন টোকন জানান, বার্সেলোনায়  বাংলাদেশিদের আয়োজনে এরকম কনসার্ট এবারই প্রথম। তিনি এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বার্সেলোনায় বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন আয়োজিত ওপেন কনসার্ট

আপডেট সময় : ০৮:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

স্পেনের বার্সেলোনায় স্থানীয় বাঙালি যুব সংগঠন ‘বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন’ আয়োজিত ওপেন কনসার্টে  বাংলা গানে নাচে মেতে উঠলেন প্রবাসী বাংলাদেশিরা।  ১৬ সেপ্টম্বর, শনিবার সান আন্থনী চত্বরে আয়োজিত এ কনসার্টে বার্সেলোনা ও আশেপাশের প্রবাসীরা নিজেদের পরিবার-পরিজন নিয়ে যোগ দেন। স্থানীয় সময় বিকেল ৬টায় আয়োজক সংগঠন ‘বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন’ এর সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। মিরন নাজমুলের প্রাণবন্ত উপস্থাপনায় এ পর্বে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কনস্যুলার রামন পেদ্রো বেরনাউস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বার্সেলোনা সিটি করপোরেশনের ধর্ম, সাংস্কৃতিক এবং নাগরিক সম্পর্ক বিভাগের কমিশনার সারা বেলবেইদা,বার্সেলোনা মিউনিসিপ্যাল ​​কাউন্সিলর আলবার্ট সালমেরন, সিটি কর্পোরেশনের নুরিয়া সেররা, এভা বারো, এসতের মিরাইয়েস, কাতালান রাজনৈতিক দল ইআরসির সাবেক সিনেটর রবার্ট মাসি নাহার।

বক্তব্য দেন ‘বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন’ এর সভাপতি নূরে আমিন টোকন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান। আয়োজক সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, ফয়সল আহমেদ, জামিল হোসেন, মামুন মোল্লা, সুমন দেওয়ান, হিমেল আহমেদ, রাফিকুল হক, সোহেল সামাদ প্রমূখ।

মাসুদা পারভিন মুন্নি এবং রুমাইশা সুলতানা শাওন এর যৌথ উপস্থাপনায় কনসার্টে গান পরিবেশন করেন প্রীতম আহমেদ, শ্রাবণী বড়ুয়া, মর্তুজা মুন্না, মানসিব, ওমি রহমান, মঞ্জু স্বপন, রাজু গাজী, আহনা দিবা, বর্ষা মজুমদার, ফয়সল আহমেদ ও  নজরুল ইসলাম। তাদের মন মাতানো গান উপভোগ করেন উপস্থিত প্রবাসীরা।

ওপেন কনসার্ট ঘিরে সান আন্থনী চত্বরে ফুচকা, ঝালমুড়ি, চানাচুর, ফুচকা, চটপটি, বিরিয়ানি, আচার, পান সুপারিসহ নানা খাবারের সমাহার নিয়ে কয়েকটি স্টল পসরা সাজিয়েছিল, যা দর্শনার্থীদের আগ্রহের সৃষ্টি করে।  এ কনসার্টে হাজারো বাঙালির উপস্থিতিতে বার্সেলোনার সান আন্তনি খোলা ময়দান পরিণত হয় বাঙালিদের মিলনমেলায়।

কনসার্টের অন্যতম আয়োজক এবং ইয়াং ফেডারেশনের সভাপতি নূরে আমিন টোকন জানান, বার্সেলোনায়  বাংলাদেশিদের আয়োজনে এরকম কনসার্ট এবারই প্রথম। তিনি এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।