আইন অমান্য করলে ৩০০ থেকে ৬০০ ইউরো পর্যন্ত জরিমানা
বার্সেলোনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় সিটি কাউন্সিল এর নীতিমালা প্রণয়ন

- আপডেট সময় : ০২:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
স্পেনের পর্যটন শহর বার্সেলোনার সবচেয়ে পুরাতন এবং বহুসংস্কৃতিক এলাকা রাভাল জোনে পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় সিটি কাউন্সিল নতুন কিছু নীতিমালা প্রণয়ন করেছে। নতুন নীতিমালায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বসতবাড়ির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়টি। কর্তৃপক্ষ জানিয়েছে, আইন অমান্য করলে নাগরিকদের ৩০০ থেকে ৬০০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। এ আইন কার্যকর করার মাধ্যমে রাভাল জোনকে আরও পরিচ্ছন্ন এবং বাসযোগ্য করে তুলতে চায় সিটি কাউন্সিল। রাভাল জোনে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করেন।
এ কারণে বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য শহর কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সিটি কাউন্সিল আশা প্রকাশ করেছে, প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য নাগরিকরা এই উদ্যোগে সহযোগিতা করবে এবং রাভাল জোনকে আরও সুন্দর ও জনবান্ধব করে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবে।