গাজায় ইসরাইলি এক সেনা নিহত

- আপডেট সময় : ০৩:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ৩৫৪ বার পড়া হয়েছে
অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে চলমান যুদ্ধে আরও একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী।
এতে গত ৭ অক্টোবরের পর থেকে যুদ্ধে এ পর্যন্ত দখলদার সামরিক বাহিনীর সেনাদের মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৭শ’র কাছাকাছি পৌঁছেছে।
রোববার ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী স্বীকার করেছে যে, ইয়োনাতান আহারন গ্রিনব্ল্যাট নামে তাদের এক সেনাকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চলে হত্যা করা হয়েছে।
ইসরাইলি সূত্র জানায়, ২১ বছর বয়সি গ্রিনব্ল্যাট দখলদার বাহিনীর গিভাতি ব্রিগেডের শেকড ব্যাটালিয়নের সদস্য।
ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য মতে, গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে তাদের সেনা নিহতের সংখ্যা ৬৮৯ জনে পৌঁছেছে।
তবে ইসরাইলি সামরিক বিশেষজ্ঞদের বিশ্বাস, গাজায় ইসরাইলি সৈন্য নিহত বা আহতের সংখ্যা সরকার প্রকাশিত এই পরিসংখ্যানের চেয়েও অনেক বেশি।
ইসরাইলি গণমাধ্যম এল বালাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সরকার ও কর্মকর্তারা গাজায় তাদের কর্মকর্তা ও সেনাদের হতাহতের পরিসংখ্যান গোপন করার জন্য অধিকৃত ফিলিস্তিনের হাসপাতাল কর্তৃপক্ষকে চাপে রেখেছেন। সূত্র: ইরনা