গলা কেটে গৃহবধূকে হত্যা ঈশ্বরদীতে

- আপডেট সময় : ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ ১২৮৫ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে গলা কেটে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ লাশটি উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের মশুড়িপাড়ায় এ ঘটনা হয়।
নিহত মুক্তি খাতুন রিতা (২৭) ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়া পাড়ার বায়েজিদ হোসেনের স্ত্রী। বায়েজিদের বাবার নাম বছির উদ্দীন বাদল।
থানা সূত্রে জানা গেছে, ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়া পাড়ায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে এমন সংবাদ পেয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ওইখানে শয়ন কক্ষে রিতার গলা কাটা লাশ বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখতে পায় পুলিশ।
স্থানীয়রা জানায়, রূপপুর আনবিক প্রকল্পের কর্মচারী বায়েজিদ তিন-চার বছর আগে বিয়ে করেন রিতাকে। তাদের ঘরে মিশকাতুল জান্নাত নামে দুই বছরের একটি মেয়ে রয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান, আলামত সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি।