কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এন বার্সেলোনার সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
স্পেনের বার্সেলোনায় বসবাসরত কুলাউড়া প্রবাসীদের ঐক্যের সংগঠন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংগঠনিক ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সভায় আসন্ন পবিত্র রমজান মাসে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল আয়োজন এবং নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অ্যাসোসিয়েশনের অতীত কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী মার্চ মাসের ৪ তারিখ একযোগে অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বার্সেলোনার স্থানীয় একটি হলে বুধবার (৭ জানুয়ারি ২০২৬) নবগঠিত কমিটির সভাপতি তুতিউর রহমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাসেল খান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আজাদ আবুল কালাম, মোক্তাদির রহমান মুক্তি, আবু কাসেম স্বপন, কাওসার হাসান, ফয়জুর রহমান, রেজাউর রহমান রাজা, রাসেল আহমদ, মো. চিনু মিয়া, এম. আব্দুর রহমান আবেদ, রকি আহমেদ, জাবেদ আহমদ, আব্দুল খালিক শুকুর ও আফাজ জনি।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ২০২৫ তারিখে তুতিউর রহমানকে সভাপতি, আমিনুল ইসলাম রাসেল খানকে সাধারণ সম্পাদক, রেজাউর রহমান রাজাকে কোষাধ্যক্ষ এবং আবুল কালামকে সাংগঠনিক সম্পাদক করে একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।









