অ্যাসোসিয়েশন কোলতুরাল উমানেতারিয়ার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্টিত

- আপডেট সময় : ০১:৪৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৫০৬ বার পড়া হয়েছে
রমজানের গুরুত্ব ও তাৎপর্য এবং ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে অ্যাসোসিয়েশন কোলতুরাল উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া আয়োজন করে ওয়াজ মাহফিলের। ১০ই মার্চ বাংলাদেশী অধ্যুসিত বার্সেলোনার দারুল আমাল জামে মসজিদে উদ্যোগ সংগঠনের ধর্ম সম্পাদক আবু জাফর মাসুদ হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে এ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বয়ান পেশ করেন লন্ডন উসতাযুল হাদিস কুওয়াতুল ইসলাম ও মাদানী মাদ্রাসার আলিমে দিন শায়খ মাওলানা মাহফুজ আহমদ,এ সময় আরো বয়ান পেশ করেনমাওলানা আব্দুল কাদির মাহদি,মাওলানা ইসমাইল হুসাইন,মাওলানা আব্দুল জলিল, মাওলানা ইলিয়াস আহমদ,মাওলানা মুজিবুর রহমান,মাওলানা মুখতার আহমদ । মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পাঠ করা হয়।
ওয়াজ মাহফিলে বার্সেলোনার ধর্মপ্রান মুসল্লী ছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান, উপদেষ্টা রফিক উদ্দিন, সেলিম আমমেদ লালন, যুগ্ম সম্পাদক ফয়সাল মোল্লা, জাফার হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান তালুকদার, প্রচার সম্পাদক এমারাত মোল্লা প্রমুখ। এছাড়াও ধর্মপ্রান মহিলা মসজিদের পার্শ্ববর্তী হলে উপস্থিত থেকে মাহফিলে অংশগ্রহন করেন।
বক্তারা প্রবাসের মাটিতে যেন আল্লাহর হুকুম মেনে ইসলামী শরীয়ত মোতাবেক জীবনধারণ বিষয়ক সহ রমজানের গুরুত্বপূর্ণ আলোচনা করেন ও এবং বিশ্বময় অস্থিরতা নিরসনে আল্লাহর দরবারে মুনাজাত করেন। আলোচনা সভা শেষে উপস্হিত মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারন সম্পাদক শফিক খাঁন ।